খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২২ বর্ষপূর্তিতে জমকালো আয়োজনঃ পৃথক পৃথক কর্মসূচী পালন

278

খাগড়াছড়িঃ-জমকালো আয়োজনের মধ্যদিয়ে পার্বত্য (শান্তি) চুক্তির ২২ বর্ষপূর্তি উদযাপন করেছে খাগড়াছড়িবাসী। খাগড়াছড়ি জেলা পরিষদ ও সেনা রিজিয়নের যৌথ উদ্যোগে সোমবার সকালে পরিষদ প্রাঙ্গেনে ২২টি চারা রোপনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা।
পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহণে আনন্দ মুখোর হয়ে উঠে খাগড়াছড়ির পাহাড়ি জনপদ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য উপভোগ করেন অতিথিরা।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে এতে সংরক্ষতি নারী আসনের এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান, খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল মো: নাজিম উদ্দিন, খাগড়াছড়ি পুলিশ সুপার আহামার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলমস, সিভিল সার্জন ইদ্রিস মিঞা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য জাহেদুল আলম,খগেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমা, শতরূপা চাকমাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে র‌্যালিতে অংশ নেয়।
এতে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তরিকতার বিকল্প নেই। তাই সকলে মিলেমিশে আসুন পাহাড়কে শান্তির জনপদ গড়ে তুললে সকলের প্রতি আহবান জানান।
এদিকে চুক্তি বাস্তবায়নের দাবীতে জে.এস.এস. বিক্ষোভ মিছিল করেছে। খাগড়াছড়ি জেএসএসের র‌্যালি ও আলোচনা সভা পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মৌলিক বিষয়সহ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবী। খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বর্ষপূর্তি উদযাপন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএম লারমা) সমর্থকরা।
সোমবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের লারমা স্কয়ার থেকে বিশাল একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রায় ৬ হাজার লোক সমাগমের মধ্য দিয়ে আয়োজিত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিমল কান্তি চাকমা।
এতে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভু রঞ্জন চাকমা,সহ-সাধারণ সম্পাদক সুভাষ কান্তি চাকমা,যুব বিষয়ক সম্পাদক প্রণব চাকমা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক উজ্জ্বল কিরণ ত্রিপুরা,কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা,মহিলা সমিতির সভানেত্রী কাকলী খীসা, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের নেত্রী পদ্মা রানী বারী প্রমূখ। এতে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠির পাশাপাশি বিভিন্ন সংগঠন অংশ নেয়।
এতে বক্তরা, পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মৌলিক বিষয়সহ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন পাহাড়ে চুক্তি বাস্তবায়নের ধীর গতির কারনে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছে পাহাড়ের মানুষ। তাই কাল ক্ষেপন না করে পার্বত্য চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবী জানান বক্তরা।