॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে প্রধান অতিথি পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর সাথে রোয়াংছড়ি উপজেলায় সুধীগণের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন, রাজনীতিক নেতৃবন্দের, সাংবাদিক, বিভিন্ন ধর্মের সাম্প্রদায়ের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের বক্তব্য শুনেন।
পরে প্রধান অতিথি পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) সামগ্রিকভাবে সকলকে নিয়ে বলেন, সম্প্রীতি থাকলে নেতৃত্ব দিতে হাতে অস্ত্র লাগে না। দেশের কথা চিন্তা করতে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এদেশ আমাদের সকলের উপরে। সাদা-কালো, ধর্ম, বর্ণ, বিভাজন তৈরি করা যাবেনা। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক এবং সম্প্রীতি নিয়ে দেশের কল্যাণের লক্ষে কাজ করতে হবে। বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দেশের মধ্যে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করতে না পারে। সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করলে বরদাস্ত করব না। সুশীল সমাজসহ সকলকেই এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা দিকে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সভাপতিত্বে মতবিনিময় সভা সভায় উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, রোয়াংছড়ি কেন্দ্রীয় জামের মসজিদের ইমাম মো. উল্লাহ, উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সভাপতি মংহাইনু মারমা, সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি সদর ইউপি সাবেক চেয়ারম্যান অংশৈমং মারম, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, কারবারী রবিসেন তঞ্চঙ্গ্যা, বিএনপি নেতা মংকোয়াইচিং মারমা। এছাড়া সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।