॥ মো: সোহেল রানা, দীঘিনালা ॥
শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উনয়নের লক্ষ্যে দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকাল দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দীঘিনালা উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো : শফিকুল ইসলাম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি মো: ওয়াদুদ ভূইয়া।
দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সি.সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপি প্রধান উপদেষ্টা ও ওয়াদুদ ভূইয়া সহধর্মিণী জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপি উপদেষ্টা মাসুদ রানা, জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক এড. মালেক মিন্টু, জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন,জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক আঃ রব রাজা,জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সমন্বয়ক মো: আবু তালেব। এছাড়াও জেলা উপজেলা বিএনপির নেতাকর্মী বক্তব্যে রাখেন।
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি মো : ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতি সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষায় বিএনপির বিকল্প নাই। পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালি সকল সম্প্রায়ের মানুষ বাস করছে কেউ এখান থেকে চলে যাবেনা। তাই সকলে মিলেমিশে নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতনে চলে দেশের মানুষকে মাঝে সস্থি ফিরে এসেছে। এবং অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়ে। দ্রুত নির্বাচনে পরিবেশ তৈরি করে জাতীয় সংসদ নির্বাচনের দাবী করেন। দীঘিনালা বাসীর প্রতি আহবান জানান আগামী নির্বাচনে ধানের শীষষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার।