॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুদকছড়া ভারতবর্ষ পাড়ায় বিবদমান দুই পাহাড়ি সংগঠনের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত মিটন চাকমা (৩০) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত দল এর পানছড়ির সংগঠক বলে দাবী করেছে সংগঠনটি। মিটন চাকমা রবিবার দুপুর ১২টার দিকে মারা যায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম জানান, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় গুলিবিনিময় হওয়ার খবর পাওয়া গেছে। তবে, কোন হতাহতের খবর জানা যায়নি।
নিরন চাকমার পাঠানো ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবী করেছেন, জনসংহতি সমিতি (সন্তু লারমা) এর একদল সশস্ত্র গ্রুপের সদস্য ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালালে মিটন চাকমা নিহত হন।
বিবৃতিতে জানানো হয়, মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি জেলার দীঘিনালা উপজেলাধীন উদোল বাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। তিনি ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন।
বিবৃতিতে অবিলম্বে পানছড়িতে অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও মিটন চাকমা হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এর আগে ৩০ অক্টোবর একিই উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ি শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের হামলায় ৩ ইউপিডিএফ কর্মী নিহত হন।