প্রত্যেক নারীকে জরায়ুরমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা গ্রহণ করা প্রয়োজন-ইউএনও মোঃ মহিউদ্দিন

46

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই জেলা স্বাস্থ্য কেন্দ্রে জরায়ুরমুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ মাসুদ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাঈমা ইলিয়াছ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল লতিফ এবং ভার্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা। কর্মশালায় কাপ্তাই উপজেলার সকল হেডম্যান, কারবারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, আমাদের সকলের ঘরে মা বোন এবং কন্যা সন্তান রয়েছে। মেয়েদের জরায়ুরমুখ ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ কারি তা হলে জরায়ুরমুখ ক্যান্সার থেকে মহিলাদের সুরক্ষা দিতে পারি। তিনি প্রত্যেক নারীকে জরায়ুরমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা গ্রহণ করার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ডাঃ রুইহ্লা অং মারমা বলেন, জরায়ুরমুখ ক্যান্সার শনাক্ত করার জন্য ভায়া টেস্ট করানো একান্ত জরুরী। যে কোন বড় হাসপাতালে এই টেস্ট করতে ৩ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু সরকারি হাসপাতালে সম্পুর্ন বিনামূল্যে ভায়া টেস্ট করানো হয়। তিনি কৈশোরকালীন স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতালে এসে জরায়ুরমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা গ্রহণ করার জন্য মহিলাদের পরামর্শ দেন।