॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথ আয়োজনের ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে স্থানীয় সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য সমবায়ী র্যালি ও আলোচনা সভার উপজেলা পর্ষিদের সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শনিবার (২নভেম্বর) আলোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এসময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা সমবায় অফিসার (অ:দা:) মো. শাহাদাতুল হক। এছাড়া অর্ধশতাধিক বিভিন্ন সমিতির দলে সদস্যরা অংশগ্রহণ করেন।