॥ নিজস্ব প্রতিবেদক ॥
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) সকালে ভেদভেদী যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাং শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম ফকির। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার পর যুবাদের শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।
এদিকে যুব দিবস ঘিরে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে যুব উন্নয়ন ক্যাম্পাসে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং সংস্থার সদস্যরা অনুষ্ঠানে যোগদান করেন।