কাপ্তাইঃ-মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মোঃ নবীর হোসেন (৩৩), পিতা-মৃৃতঃ মোনাফ মিয়া নামের একব্যক্তিকে রোববার (২৪ নভেম্বর) রাত প্রায় সাড়ে ১১ টার দিকে থানা পুলিশ কাপ্তাই নতুন বাজার এলাকা থেকে আটক করেছে। তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক নবীর গ্রামের বাড়ি -ফকিরের চর, থানা-রায়পুর, জেলা-নরসিংদী। বর্তমানে সে নতুন বাজার, থানা- কাপ্তাই, জেলা-রাঙ্গামাটির বাসিন্দা। আটক আসামীর স্বীকারোক্তি অনুযায়ী তার অপর সহযোগী মূলহোতা মাঈনুদ্দিন, তুহিন, মিন্টুসহ পলাতক মোট ৪ জনকে আসামী করে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ নবীর হোসেনকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান।
উল্ল্যেখ যে, কাপ্তাই এলাকায় ইয়াবা সম্রাট মাঈনুদ্দিন এর তত্ত্বাবধানে কাপ্তাই এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবার রমরমা ব্যবসা চলে আসছে।