ভোক্তা অধিকার সংরক্ষন আইন দেশের মানুষের মঙ্গলের জন্য-হাজী মোঃ কাশেম

204

সোহেল রানা, দীঘিনালাঃ-প্রচারের মাধ্যম জনসচেতনতা বৃদ্ধি লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় ভোক্তাধিকার দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ এর সামন থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমীতে সমাবেশ মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: কাশেম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জওহর লাল চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, বাজার চৌধুরী জেসমিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা স্যানিটেশন ইন্সপ্যাক্টর প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: কাশেম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন দেশের মানুষের মঙ্গলের জন্য স্বাস্থ্য শিক্ষা পদ্বতির মাধ্যমে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকল পর্যায় ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন করতে পারলে। আর আইনের আগে সকলে ভোক্তা অধিকার কী জানতে হবে এবং সকলকে সচেতন হতে হবে।