॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা কিশোরী জরায়ুমূখ ক্যান্সারের প্রতিরোধক (এইচপিভি) ভ্যাকসিন প্রথমবারের মতো প্রয়োগের সচেতনতা ও সহযোগীতা চেয়ে বিদ্যালয়ের শিক্ষক, হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি, সাংবাদিকদের নিয়ে দিন ব্যাপী এ্যাডভোক্যাসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনের স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনের পরিসংখ্যা কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি খামলাই ম্রো, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা উপসহকারী পরিদর্শক মো: আলমগীর হোসেন, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, স্বাস্থ্য পরিদর্শক ওঁম প্রকাশ দে প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান ডক্টর ইউনুছ সরকার আগামী ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার থেকে সারা দেশের ন্যায় থানচিতে ও চার সপ্তাহব্যাপী ১০ থেকে ১৪ বছর বয়সী অথবা পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা প্রদান করা হবে।
থানচি উপজেলা ৯৬টি অস্থায়ী ক্যাম্প ও ১টি স্থায়ী ক্যাম্প, ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। মোট ১২৩৬ জন কিশোরীকে এই কর্মসূচির আওতায় টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে টিকার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করতে করতে হবে। ম্যানুয়েল পদ্ধতিতে নিবন্ধন করেও টিকা দেয়ার সুযোগ রয়েছে এবং সমাজের সকল শ্রেনির পেশা, হেডম্যান, কারবারী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকরা নিরলসভাবে সহযোগীতা করার আহবান জানান বক্তারা।