কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবির উদ্যোগে স্থানীয় দরিদ্র জনগণের মাঝে আর্থিক অনুদান, গৃহ নির্মাণ সামগ্রী এবং সেলাই মেশিন বিতরণ করা হয়। ওয়াগ্গাছড়া জোন সদর দপ্তরে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ দরিদ্র জনগণের হাতে আর্থিক অনুদান, গৃহ নির্মাণ সামগ্রী এবং সেলাই মেশিন তুলে দেন।
এ সময় তিনি বলেন কাপ্তাই ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রতিমাসে স্থানীয় দরিদ্র জনগণের মাঝে আর্থিক অনুদান, গৃহ নির্মাণ সামগ্রী, সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন সহযোগিতা অনুদান হিসেবে প্রদান করা হয়। অনেকে চিকিৎসা ও লেখাপড়ার জন্য সহযোগিতা চেয়ে আবেদন করেন। তাদেরও সহযোগিতা করা হয়। কাপ্তাই ব্যাটালিয়নের পক্ষ থেকে সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান।