রাঙ্গামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

50

॥ নিজস্ব প্রতিবেদক॥
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি বিআরটিএ সার্কেল এর উদ্যোগে রাঙ্গামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোবাইদা আক্তার।
এ সময় রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার মল্লিক, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মো: আফসার, জেলা ট্রাফিক পরিদর্শক সরওয়ার মোহাম্মদ পারভেজ, মোটরযান পরিদর্শক মো: সালাহউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় যানজট নিরসন ও সড়কের শৃংখলা ফেরাতে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে ট্রাফিক ক্যাম্পেইন, সড়কে যানবাহন চলাচলের জন্য করণীয় শীর্ষক লিফলেট বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচী পালন করছে রাঙ্গামাটি বিআরটিএ অফিস।