রেজিষ্ট্রেড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ ব্যবহার করবেন না-ডা. শহীদ তালুকদার

540

রাঙ্গামাটিঃ-রেজিষ্ট্রেড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ ব্যবহার সেবন না করার পরামর্শ দিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি সদর হাসপাতালের তত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. খোরশেদ আলম, রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবরসহ শিক্ষাবিস ডাক্তার, সেবিকা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
সিভিল সার্জন আরো বলেন, সুস্থ জাতি গড়ে তুলতে হলে ঔষধের ব্যবহার সর্ম্পকে জানতে হবে। এন্টিবায়োটিকের অপব্যবহার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এজন্য তিনি গ্রাম্য পল্লী চিকিৎসক এবং ঔষধ বিক্রেতাদের দায়ী করেন এবং তারা যেন রেজিষ্ট্রেড চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না করে তার জন্য পরামর্শ প্রদান করেন।
সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, আমাদের সরকারী হাসপাতালগুলোতে ৫টাকা ফি দিলে রেজিষ্ট্রার্ড ডাক্তার এর একটি প্রেসক্রিপসন পাওয়া যাচ্ছে। সাথে পাচ্ছেন বিনামূল্যে ঔষধ। এছাড়া রাঙ্গামাটি সদর হাসপাতালে উন্নতমানের এক্সে মেশিনসহ নান ধরনের উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হওয়ার কারণে এখানে দক্ষ ডাক্তারদের অভাব নেই। এজন্য তিনি ডাক্তারের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ না খাওয়ার পরামর্শ প্রদান করেন।
এন্টিবায়োটিকের কুফল সর্ম্পকে বর্ণনা দিতে গিয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. খোরশেদ আলম বলেন, বাংলাদেশ তেমন কোন এন্টিবায়োটিক প্রস্তুত করা হয় না। কারণএন্টিবায়োটিক তৈরী করা অনেক খরচের ব্যাপার। আমাদের হাতে যেসব এন্টিবায়োটিক আছে তা বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করি। তাই বিনা প্রয়োজনে এন্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান।
এর আগে দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাঙ্গামাটি সদর হাসপাতালের তত্বাবধায়কের কার্যালয়ে এসে শেষ হয়।