রাঙ্গামাটিতে শারদীয় দূর্গোৎসবে মহা অষ্টমী ও নবমী পূজা অনুষ্টিত, মন্ডবে দর্শনার্থীদের ভীড়

54

॥ নিজস্ব প্রতিবেদক ॥
অশুভ শক্তিকে বিনাশের আরাধনায় সনাতনী তিথি মতে শারদীয় দূর্গোৎসবের শুক্রবার মহা অষ্টমী ও নবমী পূজা অনুষ্টিত হয়েছে। ভোর রাত থেকে অষ্টমী পূজা শুরু হয়ে সকাল ৭টা ১৫ মিনিটের মধ্যে শেষ হয়। পরে মহা নবমী পূজা শুরু হয়।
রাঙ্গামাটি জেলায় এবছর ১০ উপজেলায় ৪৪টি পুজা মন্ডপে অষ্টমী ও নবমী পূজা অনুষ্ঠানে সনাতনী নর নারীরা ভীড় জমায়। অষ্টমী পূজা ও নবমী পূজা শেষে সনাতন সম্প্রদায়ের নর নারীরা পুস্পাঞ্জলী গ্রহণের মধ্যদিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন। যাতে জগতের সকল মানুষ প্রানী কুল তাদের নিজ নিজ অবস্থানে থেকে সুস্থ জীবন লাভ করতে পারে।
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত রাঙ্গামাটির প্রতিটি পূজা মন্ডপে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। দর্শনার্থীরা রাঙ্গামাটির পূজা মন্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ধ্যারতির পর পর শুরু হয় দর্শনার্থীদের ভীড়। এবারের আকর্ষণ ছিলো শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের থিম পুজা। গভীররাত পর্যন্ত দর্শনার্থীদের ভীড় সামলতে হিমশিম খেতে হয় আয়োজক কমিটিকে।
পূজায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য রাঙ্গামাটির প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম টহর দিতে দেখা গেছে।
এদিকে নানিয়ারচর জগন্নাথ মন্দিরে সকাল থেকে অষ্টমী ও নবমী পূজাকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়। গভীর রাতে পুরোহিতরা পুজার আয়োজন শুরু করে। সকাল ৭টার মধ্যে অষ্টমী পূজা শেষে সন্ধী পূজা ও করেন। পরে সকাল ৯টায় নবমী পূজার মধ্যে দিয়ে সকলে পুস্পঞ্জলী গ্রহণ করেন। মায়ের কাছে আগামী দিনে সুখ শান্তি জন্য প্রার্থনা করেন এবং উৎসব শারদীয় দুর্গোৎসবের মধ্যদিয়ে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে এই শারদীয় উৎসব পালন করবে এমনটাই প্রত্যাশা সকলের।