রাঙ্গামাটিতে বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরিক্ষা ও ক্যাম্প প্রশিক্ষণ

49

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরিক্ষা-২০২৪ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি নিউ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরিক্ষা-২০২৪ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সঃ) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতি পরিক্ষায় “ক্যাম্প প্রশিক্ষণ” পরিক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিক্ষায় সভাপতিত্ব করেন বিভাগীয় পদোন্নতি পরিক্ষা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি এবং রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এসময় পুলিশ সুপার পরিক্ষা পরিচালনা কমিটিসহ বিধি মোতাবেক পরিক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন পূর্বক তাদের মূল্যায়ন করেন।
এসময় পরিক্ষা বোর্ডের সদস্য হিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) সোয়েব আহমেদ খান, রাঙ্গামাটি জেলা পুলিশের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) শাহ আলম উপস্থিত ছিলেন।