॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানে পুলিশের পক্ষ থেকে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে সকল থানার পূজামন্ডপ পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ সুপার দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকল প্রকার আইনি সহায়তা প্রদানের এবং সকল পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করার বিষয়ে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পূজা মন্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিবৃন্দ।
জানা গেছে, এবারে বান্দরবান জেলার ৭ উপজেলায় ৩১টি পূজামন্ডপে জাকজমক আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।