॥ দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা পড়েছে ১৫ শত পর্যটক ও ৫ শত ড্রাইবার-স্টাফ। খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙ্গামাটিতে পাহাড়ী-বাঙ্গালীর সৃষ্ট বিশৃঙ্খলায় ও ইউপিডিএফ কর্তৃক ডাকা ৭২ ঘন্টা অবরোধের কারণে পর্যটক ও ড্রাইবার-স্টাফরা এই সমস্যায় পড়েন। এজন্য রিসোর্ট কটেজ মালিকদের পক্ষ থেকে তাদের থাকার জন্যে দেওয়া হচ্ছে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও অবরোধের কারণে পর্যটন এলাকায় দেখা দিয়েছে, খাবার পানি, গ্যাস ও খাদ্য সংকট।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার জানান, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ হতে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে। কিছু পর্যটককে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার যোগে নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। আজ বিকাল ৩ টায় অবরোধ শিথিল করার কথা রয়েছে। আর অবরোধ শিথিল করা হলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে যান চলাচল শুরু হবে। পর্যটক সকলেই যার যার গন্তব্যে যেতে পারবে আশা করছি।