থানচিতে ম্যাকছি ঝিরিতেই পড়ে ছিল মাথা ও হাতবিহীন মরদেহ

48

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচিতে ম্যাকছি ঝিড়িতে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি ছিল মাথা ও হাতবিহীন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপরে ৩ নম্বর থানছি বাসস্টেশন মারমা শ্মশানের পাশে ম্যাকছি ঝিড়িতে এ মরদেহ পড়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি পরা মাথা ও হাতবিহীন গলিত মরদেহ দেখা যায়। মরদেহ পচে গেলেও শুধুমাত্র পা বোঝা যাচ্ছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন সত্যতা নিশ্চিত করে জানান, ৩ নম্বর থানছি বাসস্টেশন মারমা শ্মশানের পাশে ম্যাকছি ঝিড়িতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ঝিরি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। তার পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।
এদিকে, গত পাঁচদিন ধরে বসন্ত পাড়া গ্রামে য়ংরে নামে ম্রো যুবক অপহরণ হয়েছে। এখনো সেই তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার দিন বিকালে তার ব্যবহৃত মোটরসাইকেলটি শশ্মানের পাশে ইব্রাহিম অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গ্যারেজে এক যুবক রেখে যায় বলে গ্যারেজ শ্রমিকরা জানিয়েছে। পুলিশ এসে সেই মোটরসাইকেল থানায় নিয়ে যায়। তবে উদ্ধারকৃত অর্ধগলিত লাশ ম্রো যুবক নয় বলে দাবি করেছে গ্রামবাসীরা।