॥ দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়ি উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জম্মগত হৃদরোগে আক্রান্ত ১৫ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ও সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব অনুদানের চেক বিতরণ করেন।
এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন ও সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে। সব মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধ হতে হবে। তাই বিভিন্ন খাতে সরকার মনোযোগ দিয়ে সেবা-সহযোগিতার হাত প্রসারিত রেখেছে। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে দেশের মানুষের উন্নয়ন সাধন করা হবে।
বক্তারা আরো বলেন, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের যথাসময়ে অর্থ দরকার। সময় পেরিয়ে যাওয়ার পর অর্থ পেলে কাজে আসবে না। তাই আগামীতে যাকে দ্রততম সময়ের মধ্যে অনুদানের অর্থ পাওয়া যায়- সে ব্যাপারে সমাজ সেবা বিভাগ যে ভূমিকা রেখে চলেছে আগামীতে এই ধারা যাতে অব্যাহত থাকে।