॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে সরকারের যে লক্ষ্য রয়েছে তা পুরণে পার্বত্য অঞ্চলের নারীদেরকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের নারী উদ্যোক্তা তৈরি করতে রাঙ্গামাটি জেলা পরিষদ যে উদ্যোগ নিয়েছে তা সঠিক ভাবে কাজে লাগাতে হবে। নারীরা যদি নগদ অর্থ পেয়ে সঠিক ভাবে কাজে লাগায় তাহলে তাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না।
সোমবার (৮ জুলাই) দুপুরে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোশাররফ হোসেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য অংসুছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য সবির কুমার চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে হলে দেশের কৃষি খাতকে আরো উন্নত করতে হবে। তার জন্য সরকার উন্নয়নমূখী নানান পদক্ষেপ গ্রহণ করেছে। অনাবাদি জমিগুলো আবাদের উপযোগী করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারের সহযোগীতা সবসময় আছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষকদের স্বল্প ঋণের ব্যবস্থা করে দিয়েছে। যার ফল শ্রুতিতে কৃষকরা খুব স্বল্প সুদে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারছে। এতে করে কৃষকরা অনেক বেশি উপকৃত হচ্ছে। কৃষকদের উন্নয়ন হলে দেশের খাদ্য উৎপাদনের উন্নয়ন ঘটবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি বিভিন্ন সময় বিনামূল্যে বিতরণ করছে।
সভা শেষে জেলার ১৩৬ জন রোগীকে সমাজসেবার পক্ষ থেকে ৬৮ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা, জেলার ১০০জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে ২০ হাজার টাকা, ৭৫ জনকে সেলাই মেশিন, ১৭ জনকে পাওয়ার টিলার, ১৬ জনকে পাম্প মেশিন বিতরণ করা হয়।