নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে পাহাড় ধ্বসে এক কৃষকের মৃত্যু

72

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাছের প্রজেক্টে কাজ করার সময় মাটি চাপা পড়ে আবু বক্কর নামের এক কৃষক নিহত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম জানান, শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার সময় ফুলতলী গ্রামে পাহাড়ে ঘোণায় মাছের প্রজেক্টের জমিতে কাজ করছিল আবু বাক্কার ছিদ্দীক। এক পর্যায়ে পাহাড়ের মাটি সরে এসে আবু বাক্কারের গায়ে চাপা পড়লে সে ঘটনা স্থলে মারা যান। আশপাশের কৃষকরা মাটি চাপার ঘটনাটি দেখতে পেলে এসময় স্থানীয়দের সহযোগীতায় তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
মৃত্যু ব্যক্তি হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলী গ্রামের মৃত্যু মুহাম্মদ আলী মিয়ার পুত্র মুহাম্মদ আবু বাক্কার ছিদ্দিক (৬০)।
শনিবার (২৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মন্নান জানান, মৃত্যুর সংবাদটি পাওয়ার সাথে সাথে এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারি। এবিষয়ে থানায় একটি আপমৃত্যু মামলা হয়েছে।