॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা মহোৎসব শুরু হয়েছে। দোল পূর্ণিমা উপলক্ষে শহরের তবলছড়ি রক্ষাকালী মন্দিরে পূজা, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দোল পূর্ণিমা রঙের উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় উদযাপন করা হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দিন সকলে রং, আবির দিয়ে খেলা করে একে অপরকে রং লাগিয়ে আনন্দে মেতে ওঠেন। এই দিন রাধা কৃষ্ণের পূজা অর্চনা করা হয়।
বৈষ্ণবদের মতে, দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রঙ খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই দোলযাত্রার শুরু।