অল্পের জন্য রক্ষা পেল থানচি বাজার

435

থানচিঃ-অল্পের জন্য শেষ রক্ষা পেল বান্দরবানে থানচি বাজার। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টা থানচি বাজারে কাচা মাছ, মাংস, সবজি, শুদকি, মোরগসহ ঘেষাঁঘেঁষি বাজার সেটে এক ফল বিক্রেতা ভ্রম্যমান দোকান হতে এক ভয়াবহ অগ্নিকান্ড সূত্র পাঠ হলে পাশ্ববর্তী ঘুমন্ত এক শ্রমিক আহম্মদ হোসেন থের পেয়ে আগু আগুন বলে চিৎকার করলে বাজারে সকল ব্যবসায়ীদের সহযোগীতা আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রনের আনে। খবর পেয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, থানচি থানা অফিসার ইনচার্জ মোঃ জোবাইরুল হক চলমান অগ্নিকান্ড নির্বাপনে তৎক্ষনিক ব্যবস্থাসহ বাজারে লোকজনকে উৎসাহিত ও পরিদর্শণ করেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে বৃষ্টিতে থানচি বান্দরবান সড়কের বিদ্যুৎতে খুটি নড়বড় হয়ে উঠে সন্ধ্যা হতে শনিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ বন্দ ছিল। থানচি বাজারের মাছের শুদকি, শাক সবজি, বিভিন্ন তরী তরকারী,কাচা মাছ, মাংস, মোরগসহ বিভিন্ন ফলমুল ঘেঁষাঘেঁষি করে বিক্রয় করে আসছিল। বিদ্যুৎ না থাকায় ফল বিক্রেতা মসা কয়েল জালিয়ে দোকান বন্দ করে বাড়ীতে চলে যায়, এবং ফল বিক্রেতা মসা কয়েল নিবানো ছিলনা সুতারাং মসা কয়েল হতে আগুনের সূত্রপাঠ ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
শুদকি মাছ বিক্রেতা মোহাম্মদ মুছা ৬০ জানান, বাজারের ময়লা অবর্জনা অতিরিক্ত দেখা দিয়েছে কেউ সিগারেট খেয়ে ফেলে দিলে সব শেষ। থানচি বাজারের প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহনের দৃষ্টি আকর্ষন করছেন ব্যবসায়ীরা।