নিজস্ব প্রতিবেদকঃ নানিয়ারচর জোন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর ২০১৯) দুপুরে নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল ক্যাম্পেইনে ১৫১ জন গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এবং ৭৭ জনের ডায়াবেটিস পরীক্ষা ও ৫২ জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
এছাড়া চক্ষু রোগীদের মধ্যে ৩৩ জন রোগীকে নানিয়ারচর জোনের ব্যবস্থাপনায় লায়ন্স চক্ষু হাসপাতাল, চট্টগ্রামে অপারেশনের জন্য প্রেরণ করা হবে।