রাজস্থলীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

46

॥ হারাধন কর্মকার, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ নাজিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, উপজেলা শিক্ষা অফিসার তাজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশিষ ভৌমিক, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ছাত্র- ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাজস্থল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, সহ সভাপতি ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, চথোয়াইনু মারমা, সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ক্যাসাচিং মারমা মিলন, সাংগঠনিক সম্পাদক অংসাইনু মারমা, হারাধন কর্মকার, দিলীপ দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার, ঘিলাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজস্থলী বাজার পরিচালনা কমিটির সভাপতি ধনরাম কর্মকার, ইউপি সদস্যা গৌতমী খিয়াং প্রমুখ।