বাঘাইছড়িতে এফব্লক পূর্বপাড়া হাসিমিয়া মাহমুদিয়া হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসার নব নির্মিত ভবন উদ্বোধন

69

॥ দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়িতে নবনির্মিত এফব্লক পূর্বপাড়া হাসিমিয়া মাহমুদিয়া হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসা ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও প্রধান অতিথি প্রিয়নন্দ চাকমা।
সোমবার (৪ মার্চ) উক্ত প্রতিষ্টানের আয়োজনে ও পরিচালক মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগ ও কাচালং দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগ ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম ও উপ সহকারী প্রকৌশলী মোঃ নোমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা ইসলাম এবং ভবন নির্মাতা ও প্রেস ক্লাব সদস্য আব্দুল্লা আল নোমান। এসময় উক্ত প্রতিষ্টান পরিচালনা কমিটির সদস্যগণ ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও তত্তাবধানে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মান কাজ সম্পন্ন করা হয়। এতে এতিম শিশুদের বাসস্হান সহ খাওয়া ও শিক্ষাদানের সুযোগ হওয়ায় সচেতন মহল আনন্দিত।