॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর ফকিরাঘোনা এলাকায় অগ্নিকান্ডে মোঃ দুলাল নামের এক সিএনজি চালকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার (৪ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে বসতবাড়িটির রান্না ঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে বসতবাড়িতে থাকা ব্যক্তিরা প্রাণে বাঁচলেও বসতবাড়িতে থাকা নগদ ১ লক্ষ টাকা সহ সব আসবাবপত্র এবং ঘরের প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আমি অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন লাগার পর স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে ফায়ার ব্রিগেড কর্মীরও ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।