বাঙ্গালহালিয়ায় গলায় ফাঁস দিয়ে ১ ব্যক্তির আত্মহত্যা

71

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ৪নং ওয়াডের ভিমাছড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে মিন্টু চরণ দে (৪৬) নামক এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিমাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু চরণ দে ওই এলাকার মৃত ননীগোপাল দে এর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে আত্নহত্যাকারী মিন্টু মদ পান করতো। এ জন্য পরিবারের লোকজন তাকে বিভিন্ন সময় মদ সেবন না করার জন্য চাপ প্রযোগ করতো। তবে কোনো কিছুতেই তার এই সমস্যা দূর হয়নি। শুক্রবার বাড়ি থেকে বের হন মিন্টু চরণ দে। বেশকিছু সময় পার হলেও তিনি আর বাড়ি ফিরেননি। এরপর তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পেছনের একটি গাছের সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় মিন্টুকে ঝুলতে দেখেন তার স্বজনরা। পরে দড়ি কেটে তাকে নিচে নামানো হয়।
এ বিষয়ে ৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, খবর পেয়ে পুলিশের নিকট খবর দিযেছি। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ওসি এমরুল করিম জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ শুক্রবার বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।