রাঙ্গামাটিঃ-পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ জশনে জুলুছ (বর্ণাঢ্য র্যালী) অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এ বছর লোক সমাগম বাড়বে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে অনুষ্ঠেয় জশনে জুলুছ উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে ইতোমধ্যে শহরের গুরুত্বপুর্ণ স্পটেও আলোকসজ্জা করা হয়েছে এবং জুলুছে বিভিন্ন উপজেলা থেকেও ব্যাপক লোকজনের উপস্থিতি হবে বলে লিখিত বক্তব্যে জানানো হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ। উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য হাজী মোঃ আবদুল করিম খান, হাজী মোঃ নাছির উদ্দিন, হাজী মোঃ জসীম উদ্দিন, মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী ও রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল-ক্বাদেরী।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, শুক্রবার জুমার নামাজের পর রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জমনে জুলুছ বের হয়ে শহরের প্রেস ক্লাব, দায়েল চত্বর, কাঠালতলী, পৌরসভা হয়ে বনরূপা জামে মসজিদে গিয়ে শেষ হবে। এই জুলুছে শহরের তবলছড়ি, কলেজ গেইট, ভেদবেদী, মানিকছড়িসহ জেলার প্রত্যন্ত উপজেলা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা যোগদান করবেন।