কাপ্তাইয়ে বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগে উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

195

কাপ্তাইঃ-রাঙ্গামাটি জেলার কাপ্তাই ট্রাফিক বিভাগ এর উদ্যোগে বুধবার (৬ নভেম্বর) কাপ্তাই এর বড়ইছড়ি, নতুনবাজার, কেপিএম গেইট, রেশম বাগান সড়কে সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে যানবাহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও প্রচারণা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার্স আশরাফ উদ্দিন, কাপ্তাই ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) তারক চন্দ্র পালসহ ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্হিত ছিলেন। এসময় বিভিন্ন যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান জানানো হয় এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র ঠিক রেখে সড়কে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, চলতি মাসের ১ নভেম্বর হতে নতুন সড়ক আইন বাস্তবায়ন এর লক্ষ্যে দেশব্যাপী চালক, মালিক এবং পথচারীদের সচেতন করা হচ্ছে।