শাহ আলম, পাহাড়ের আলো ডট কম, রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালখালীয়া বাজারে স্থানীয় অটোরিক্স সমিতির সভাপতি আনিস তালুকদার কালু ও সাধারণ সম্পাদক মোঃ সবুর হোসেনের নেতৃত্বে অত্র সমিতির ১০-১৫জন সদস্যের একটি গ্রুপ বাঙালখালীয়া বাজারের ব্যবসায়ী শিহাব ও আবু মং নামক ২যুবককে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরে গুরুতর আহত হয়েছেন শিহাব ও আবু মং।
মঙ্গলবার (৫ নভেম্বর ১৯) ভোর ৫টায় উপজেলার বাঙ্গালখালীয়া বাজারের পাশে নিজ বসতবাড়ীতে এ মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু মং ও শিহাব প্রতিবেদককে জানান, আজ ভোর বেলায় হঠাৎ আমার বাসায় অটোরিক্স সমিতির সভাপতি আনিস তালুকদার কালু ও সাধারণ সম্পাদক মোঃ সবুর হোসেনের নেতৃত্বে অত্র সমিতির ১০-১৫জনের একটি গ্রুপ ঘরের দরজা ভেঙ্গে আমাকে ও আমার সাথে থাকা শিহাবকে ২ঘন্টাব্যাপী বেধড়ক মারধর করে। এসময় আমি ও আমার সাথে থাকা শিহাব গুরুতর আহত হই। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের উদ্ধার করে। কিন্তু আমাদের কেনো মারা হয়েছে আমরা জানি না। এ বিষয়ে জানতে চেয়েও আমরা হামলাকারীদের কাছে কোন উত্তর পায়নি। তবে হামলাকারীরা জানান, বাঙ্গালখালীয়া অটোরিক্স সমিতির সদস্য সাল্লাহ উদ্দিন গত শনিবার নিখোঁজ হয়। আমরা নাকি তাকে অপহরণ করেছি। এভাবে ব্যাপারে আমরা কিছুই জানি না। এসব এ আমরা জড়িত নয়। ভোক্তভোগিরা জানান, হামলাকারীরা প্রভাবশালী। আমরা ভয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারছি না। তবে এলাকাবাসী ও অভিবাবকদের সাথে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনার মধ্যদিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।
হামলায় বাঙ্গাখালীয়া অটোরিক্সা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সদস্য রমজান আলী, মোঃ রাসেলসহ ১০-১৫জনের একটি গ্রুপ সন্ত্রাসীমূলক হামলা চালিয়েছে অভিযোগ করেন ভুক্তভোগিরা।
অভিযুক্তদের হামলার বিষয়ে কথা বলতে চাইলে অটোরিক্স সমিতির সাধারণ সম্পাদক জানান, বাঙ্গালখালীয়া অটোরিক্স সমিতির সদস্য সাল্লাহ উদ্দিন গত শনিবার নিখোঁজ হয়। নিখোঁজ এর দিন রাতে সাল্লাহ উদ্দিন শিহাব ও আবু মং এর সাথে ছিলো। সমিতি ও সকলের ধারণা শিহাব ও আবু মং সাল্লাহ উদ্দিনৎনকে তারা অপহরণ করেছে। এই জন্য অভিযুক্ত ২জন ডেকে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হলে এসময় সমিতির সদস্যদের দারা মারধরের একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ জহিরুল আনোয়ার বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং শুনার সাথে সাথে ঘটনাস্থলে পৌচ্ছায়। পরবর্তীতে ভোক্তভুগিদের আমরা উদ্ধার করি। এঘটনায় ভোক্তভোগিরা থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।