সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে আনন্দময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

88

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন ‘অটল ছাপ্পান্ন’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আনন্দ ও উৎসব মুখর পরিবেশে শহীদ সিপাহী আফজাল হলে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কাপ্তাই আর্মি ক্যাম্প এলাকাকে আকর্ষনীয়ভাবে সজ্জিত করা হয়।
কাপ্তাই জোন সদর মসজিদে ফজরের নামাজের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ, প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েলের হাতে ফুলেল শুভেচ্ছা এবং প্রীতি উপহার তুলে দেন।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা এবং প্রীতি উপহার নিয়ে একে একে উপস্থিত হন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লাহ, ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহম্মদ সোহেল, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এছাড়াও কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল নূর উলহ জুয়েলের হাতে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং প্রীতি উপহার তুলে দেওয়া হয়। লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল সকলের উপহার গ্রহণ করেন এবং আমন্ত্রিত সকল অতিথিকে আন্তরিক স্বাগত জানান।
পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, অটল ছাপ্পান্নর অধিনায়ক লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল, ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লাহ এবং ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহম্মদ সোহেল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হাকিম, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুজ্জাহের, কেপিএমের জিএম (উৎপাদন) প্রকৌশলী মোঃ মইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কেপিএমের জিএম (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খিয়াং, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী ডিএম-১ আব্দুল্লাহ আল আনাম, শিশু নিকেতন বাংলা ও ইংরেজী মিডিয়াম স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানসহ স্থানীয় ব্যাংকার, সাংবাদিক, ব্যবসায়ী দমকল বাহিনীর সদস্য এবং সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ আনন্দময় অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রীতিভোজে অংশ নেন।
প্রীতিভোজের পর প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করেন। তিনি অটল ছাপ্পান্নর বিভিন্ন কর্মকান্ডেরও প্রশংসা করেন। একসময় তিনি নিজেও এক সময় এই ব্যাটালিয়নের অধিনায়ত ছিলেন উল্লেখ করে অটল ছাপ্পান্নর খেলাধুলাসহ অন্যান্য সকল কাজের সফলতাও তুলে ধরেন। তিনি সেনাসদস্যদের উপর অর্পিত দায়িত্ব আরো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার জন্য উপস্থিত কাপ্তাই জোন ‘অটল ছাপ্পান্ন’র সকল স্তরের সদস্যদের প্রতি আহবান জানান।