দীঘিনালায় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

171

সোহেল রানা, দীঘিনালাঃ-দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু র বাংলাদেশ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও ঋন বিতরনের মধ্যেদিয়ে পালন করা হয়েছে।
শুক্রবার (১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌর্থ আয়োজনে শিল্পকলা একাডেমির সামন থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্ল্যাহ সভাপতিত্ব এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা জওহর লাল চাকমা, উপজেলা ইনন্সট্রাক্টর (ইউআরসি) মো মাইন উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরত্ম চাকমা, যুব অধিদপ্তরের সহকারী অফিসার মো ছালাম মোল্লা প্রমূখ।
এতে আলোচনা সভা বক্তব্য দেয় সফল আত্মকর্মী যুবক দেবশ্রী চাকমা। আলোচনা সভা শেষে দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মসংস্থান প্রকল্পে আওয়াতায় ৯জন প্রশিক্ষন প্রাপ্ত যুবককে ৬লক্ষ টাকা ঋনের চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: কাশেম।