বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

65

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা ও সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি থোয়াইচিং মারমা, সহ-সভাপতি মোঃ স্বপন বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, যুগ্ম সম্পাদক মোঃ নুর উল্লাহ, তথ্য সম্পাদক আবুল কাশেম এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য থোয়াই অং মারমা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি বির্দশন বড়ুয়া সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।