॥ নিজস্ব প্রতিবেদক ॥
উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভিয়ের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় গুরু বনভান্তে নামে খ্যাত বৌদ্ধ ধর্মীয় সাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের ১০৫তম জন্মদিন।
সোমবার (৮ জানুয়ারী) প্রথম প্রহরে এ উপলক্ষে রাঙ্গামাটি রাজবন বিহারে ওড়ানো হয় হাজারো বেলুন। জ্বালানো হয় মঙ্গল প্রদীপ। আর ফুল আর বেলুন দিয়ে সাজানো হয় বিভিন্ন ভবনসহ রাজবন বিহার চত্বর। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা।
এর আগে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিটে বিশাল কেক কেটে বনভান্তের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় বনভান্তের অন্যান্য শিষ্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো হয় বেশ কয়েকটি বিশালাকার কেক।
মহাস্থবির বনভান্তের জন্মদিন উপলক্ষে সকালে বনভান্তের পেটিকাবদ্ধ দেহ ধাতুতে (বিশেষ কফিন) শ্রদ্ধাঞ্জলী নিবেদনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিষ্য মন্ডলী, ভিক্ষু সংঘসহ ভক্ত ও পূণ্যার্থীরা। এসময় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো বৌদ্ধ নর-নারী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে রাজবন বিহার প্রাঙ্গণে ভিড় জমান। ফুলে ফুলে ভরে ওঠে বনভান্তের মরদেহ রাখা কক্ষ। এতে করে রাঙ্গামাটি রাজবন বিহার মুখরিত হয়ে উঠে।
পরে শুরু হয় পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বৌদ্ধ পূজা, হাজার বাতিদান, বৌদ্ধ মুর্তি দানসহ নানা বিধ দান অনুষ্ঠান ও বনভান্তের জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।
এসময় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় নির্দেশনা দেন, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। ধর্মীয় অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলায় পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপিসহ রাঙ্গামাটি রাজবন বিহারের অনুষ্ঠানে হাজার হাজার উপাসক উপাসিকা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় সভায় রাঙ্গামাটি জেলায় পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, বৌদ্ধ মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশের শান্তির জন্য আবির্ভূত এক মহাপুরুষ। তিনি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার পরমপূজ্য। বনভান্তের অহিংসা পরম নীতি, মৈত্রী ও কল্যাণময় কাজসহ পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে শান্তি যেনো অব্যাহত থাকে সে মনবাসনা মহান বুদ্ধের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন।
উল্লেখ্য, দেশের বৃহত্তম বৌদ্ধ মন্দির রাঙ্গামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় রাঙ্গামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে। তারই জন্মজয়ন্তীর স্মৃতিস্বরণে সপ্তাহব্যাপী রাঙ্গামাটি শহর জুড়ে আয়োজন করা হয় মহাধর্মীয় উৎসব।