আলীকদমে উৎসব মুখর পরিবেশে ভোগ গ্রহণ সম্পন্ন

57

॥ আলীকদম প্রতিনিধি ॥
আনন্দমুখর পরিবেশে ৩০০ নং সংসদীয় আসন বান্দরবানের আলীকদম উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে ভোটাররা দীর্ঘ সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। উপজেলায় সদর ইউনিয়ন, চৈক্ষ্যং ইউনিয়ন, কুরুক পাতা ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকৈ আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আলীকদম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে প্রচন্ড শীত উপেক্ষা করে ঘন কুয়াশার মধ্যে এলাকার লোকজন ভোটকেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। শুরুতে ভোটারের ব্যাপক উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সারি দীর্ঘ হতে থাকে। তবে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের বেশি উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররাও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।
মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরছেন ৫০ বছরের বৃদ্ধ পুরুষ চশৈ মং মার্মা বলেন, সুন্দর পরিবেশে ভোগান্তি ছাড়া ভোট দিয়েছি। ঝামেলা এড়াতে ভোরে এসে লাইনের শুরুতে দাঁড়িয়েছি। সকাল ৮টা ১০ মিনিটে ভোট দিয়েছি। অল্প সময়ের মধ্যে ভোট দিতে পেরেছি।
জীবনে প্রথম বারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত তরুণ ভোটাররাও। নতুন ভোটার শাহেনা আক্তার বলেন, জীবনে প্রথম বারের মতো ভোট দিতে পেরে অনেক আনন্দ লাগছে। আমি উন্নয়নের পক্ষে আমার ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছি। ভোট কেন্দ্র আসার সময় এক ধরনের ভয় কাজ করছিল। কেন্দ্রের ভেতরে বা বাহিরে কোনো ধরনের সমস্যা বা সংঘাত হতে পারে এমন একটা আশঙ্কা থেকেই ভয় কাজ করছিল। তবে ভোটকেন্দ্রে এসে সে ধরনের কোনো পরিস্থিতি দেখেননি বলে জানান তিনি।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আতাউল গনী ওসমানী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টিমে কাজ করছে। উপজেলার কন্ট্রোল রুম থেকে উপজেলার ২০টি ভোট কেন্দ্রে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।