॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার।
রবিবার (৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। তিনি রাঙ্গামাটিবাসীকে ধন্যবাদ জানান এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।