॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের কয়লার ডিপু হরি মন্দির মাঠে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী এবং কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি লাল সবুজের পতাকা অর্জন করেছি। আজ দেশ সবক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
এর আগে কাপ্তাই তথ্য অফিসের সঙ্গীত দলের পরিবেশনায় দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।