রুমায় ব্রাকের উদ্যোগে দারিদ্র্য বিমোচন ও ক্ষমতায়ন বিষয়ে অবহিতকরণ সভা

87

॥ রুমা প্রতিনিধি ॥
বান্দরবানের রুমায় সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক নারী ও মেয়ে শিশুদের বৈষম্য ও সহিংসতা কমিয়ে শিক্ষা ও কর্মক্ষেত্র সুযোগ তৈরি করার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও ক্ষমতায়ন করার লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাকের উদ্যোগে “জেন্ডার রেসপনসিভ এডুকেশন এ্যান্ড স্কিল প্রোগ্রাম ইন চিটাগাং হিলট্র্যাক্স (জিআরইএসপি) প্রকল্পের আওতায় এ অবহিত করণ সভা আয়োজন করেছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম, ব্র্যাকের জিআরইএসপি’র ব্যবস্থাপক মোহাম্মদ আতাউল রহমান ও এরিয়া ব্যবস্থাপক সেলিনা পারভিন, বিডিসি আরিফ ও উপজেলা সিনিয়র শিক্ষা কর্মকর্তা রূপায়ন খীসা। এই অবহিতকরণ সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ব্রাকের সংশ্লিষ্টরা জানায়, জিআরইএসপি প্রকল্পের শিক্ষা কর্মসূচীর আওতায় মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে ১০০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থিদের প্রশিক্ষন প্রদান করা হবে। একই সাথে অন্যান্য কার্যক্রেমের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত ও অনিয়মিত এবং ঝড়ে পড়া শিক্ষার্থীদের ব্রিফ কোর্সের মাধ্যমে মূল শ্রুত ধারায় বিদ্যালয়ে ফিরিয়ে এনে শিখন কার্যক্রম অব্যাহত রাখা হবে। তাছাড়া মাধ্যমিক পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাংলা ভাষা কোর্স ও মেন্টরিং প্রশিক্ষণ দেয়া হবে। এসব বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের মাধ্যমে মুক্ত আলোচনা করা হয়।