॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানিয়ে হাজারো পুণ্যার্থীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে শনিবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হলো কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের মাঝিপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ২৮তম শুভ কঠিন চীবর দান উৎসব।
বিহারের দায়ক দায়িকারা এই দানোৎসবের আয়োজনে এতে প্রধান ধর্মদেশনা প্রদান করেন, রাঙ্গুনিয়া সোনাইছড়ি বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ সুনন্দ মহাস্থবির। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, ২নং রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা।
এসময় কঠিন চীবর দান উৎসবে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।