দূর্গম হরিনছড়া এলাকায় ভোট কেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও মো: মহিউদ্দিন

61

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম ২নং ওয়ার্ডের হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পের জন্য খাস জমি পরিদর্শন, হেডম্যান কার্যালয় পরিদর্শন এবং গভীর নলকূপ স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি প্রথমে ১১৯নং ভার্য্যাতলী মৌজা পরিদর্শন করেন এবং হেডম্যান ও কারবারিদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পের জন্য খাস জমি পরিদর্শন এবং গভীর নলকূপ স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেন। সবশেষে তিনি হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে এই স্কুলটি ব্যবহৃত হবে।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, ১১৯নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং কারবারিরা উপস্থিত ছিলেন।