কাপ্তাইয়ে ৮ শত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

49

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
২০২৩-২০২৪ অর্থ বছরে রবি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলার ৫ টি ইউনিয়ন এর ৮ শত জন কৃষকদের মাঝে জন প্রতি ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন উপস্থিত থেকে কৃষকদের হতে কৃষি উপকরণ তুলে দেন।
এসময় উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরীসহ উপকারভোগী কৃষক এবং উপ সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।