॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪০তম মৃত্যুবার্ষিকী ও ‘জুম্ম জাতীয় শোক দিবস’ পালিত হয়েছে।
জুম্ম জাতীয় অস্তিত্ব সংরক্ষণে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিন হউন এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে মানবেন্দ্র নারায়ন লারমার স্মরণে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামটি জেলা কমিটির সভাপতি গঙা মানিক চাকমার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির সহ সভাপতি উষাতন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষক, কবি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সহ সভাপতি এ্যাড ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রীমতি মনি চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন চাকমা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বক্তব্য ঊষাতন তালুকদার বলেন, বাংলাদেশে জাতির পিতাকে যেমনি স্বপরিবারে হত্যা করেছে তেমনি মানবেন্দ্র নারায়ণ লারমাসহ ৮ জনকে ১৯৮৩ সালের আজকের এই দিনে গিরি, দেবেন, পলাশ, প্রকাশ কুচক্রীরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যা করা হয়নি আন্দোলনকে হত্যা করার ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছে। ক্ষমা করা ভূলে যাওয়া নীতিতে বোঝাপড়া হয়েছে।
তিনি আরও বলেন, এমএন লারমা একজন মানবতাবাদী সত্যিকার অর্থে দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠাবান একাগ্রতার সাথে আন্দোলন পরিচালনা করেছেন। আমাদের কি ভূল হচ্ছে কি ভূল করছি তা অন্তত দিয়ে আসতে হবে। আবেগ, অবজ্ঞা, উপেক্ষা, উৎকন্ঠা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা এটা কি মানুষের জীবন, এটা কোন জীবন নয়। সুন্দর জীবনের জন্য এই আন্দোলন সংগ্রাম। সিদ্ধান্তে উপনীত হতে হবে আমরা সুন্দর জীবন চাই। মানুষের মত মানুষ হয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। তিনি বলেন, দলের স্বার্থে আন্দোলনের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
স্মারণ সভায় বক্তারা বলেন, দীর্ঘ সময়ে সরকার পার্বত্য চুক্তি পূর্ণবাস্তবায়ন না করে জুম্ম জনগনের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। তাই সকল বিভেদ ভুলে এবং জুম্ম জনগণের স্বার্থ পরিপন্থি সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণবাস্তবায়নের আন্দোলনে অগ্রসর হতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এদিকে, রাঙ্গামাটি জেলা শহর ছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতেও দিবসটি পালন করেছে জনসংহতি সমিতি।
প্রসঙ্গত, ১৯৮৩ সালের ১০ নভেম্বর আততায়ীদের গুলিতে নিহত হন মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির বর্তমান সভাপতি জোত্যিরিন্দ্র বোধিপ্রিয় লামরার (সন্তু লারমা) বড় ভাই। এই দিনটিকে জনসংহতি সমিতি জুম্ম জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে।