॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
“ধর্ম যার যার উৎসব সবার” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ী জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অত্র জোন কর্তৃক রত্নাংকুর বনবিহার, নানিয়ারচরে অনুষ্ঠিত শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ২০২৩ অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সেনাজোন থেকে জানা গেছে, ভবিষ্যতে নির্বিঘ্নে এমন ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে অত্র জোন কর্তৃক সামগ্রিকভাবে নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হবে। নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে সদা প্রস্তুত।