॥ মো. আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রস্ততিমূলক সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা,এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আবুল খাযের, আনসার ভিডিপি সহকারি কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস সাব ষ্টেশন অফিসার কামাল উদ্দিন, বাঙালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী, রাজস্থলী উপজেলার দুর্গাপূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ গনমাধ্যমকর্মীগন।
এ সময় বক্তব্যগণ ধর্মীয় রীতিনীতি অনুসারে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামরার আওতায় দুর্গোৎসব পালনের পাশাপাশি সরকারি নির্দেশনা কঠোর ভাবে মেনে চলার জন্য সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।