কাউখালীঃ-রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মংশিঅং মারমার মেয়ে সুইমাচিং মারমা (৩) ও প্রতিবেশী মংশিঅং মারমার ছেলে উহ্লাচিং মারমা (৪) বিকালে পুকুর পাড়ে খেলাধুলা করছিলো।
বাবা মা চোখ ফাঁকি দিয়ে খেলার চলে কোন এক সময় দুইজনই পুকুরের পানিতে নেমে পড়ে। এতে পানিতে ডুবে দুইজনই মর্মান্তিক মৃত্যু ঘটে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে দুইজনকেই উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। শিশু দুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।