॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বিলাইছড়িতে ভালনার্যাবল ওয়িমেন ভেনিফিসিয়ারিস (ঠডই)’র পুষ্টি চাউল পেল ৬২৫ জন মহিলা (পরিবার)।
সোমবার (২ অক্টোবর ) সকাল ৮ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ইউনিয়ন পরিষদ -এর সহযোগিতায় গোডাউন প্রাঙ্গণ এলাকা হতে এইসব চাউল বিতরণ করা হয়েছে। প্রত্যেকে ১ মাসের ৩০ কেজি করে দেওয়া হয়েছে বলে জানা যায়।
পুষ্টি চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ইউনিয়ন পরিষদ সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা, মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা সহ অন্যান্য মেম্বার ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
জানা গেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মোট তিন মাসের চাউল পাওয়ার কথা থাকলেও পেয়েছেন মাত্র এক মাসের চাউল।