ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটিতে কেন্দ্রীয় কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

656

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি শহরের আব্দুল ফকির মাজার সংলগ্ন রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে কবরস্থানসহ আশেপাশের ঘন জঙ্গলের ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়েছে।

রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আজ রবিবার (২৯ অক্টোবর ২০১৯) সকালে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদের নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতা-কর্মী এ কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশ নেয়।

এসময় নেতৃবৃন্দরা জানান, দীর্ঘদিন ধরে রাঙামাটির আব্দুল ফকির মাজার সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানটি অযতেœ-অবহেলায় ঝোপ-ঝাড়ে অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। দেখে বুঝার উপায় নেই এটি কবরস্থান নাকি অন্য কিছু। পরিষ্কার-পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। কবরস্থান যেহেতু পবিত্র জায়গা, তাই এটি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা দরকার এবং এটি আমাদের সকলের দায়িত্ব। তাই আমরা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মিলে স্বেচ্ছায় কবরস্থানটির পবিত্রা রক্ষার্থে ঝোপ-ঝাড় পরিষ্কার করি। আগামীতেও এ পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অন্যদিকে ছাত্রলীগ কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে এগিয়ে আসায়, সমাজের নানা শ্রেণি পেশার মানুষ ধন্যবাদ জ্ঞাপন করেন।