রাঙামাটিতে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের নয়া কমিটিতে সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক আলম

1090

নিজস্ব প্রতিবেদকঃ রাঙামাটিতে পৌর আওয়ামীলীগের আওতাধীন ৯নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু চক্রবর্তী ও সাধারন সম্পাদক নুর আলম। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিতদের আগামী ৫ কার্যদিবসের মধ্যে ৬৫সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বরিবার সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে মোঃ নুরুল আলমের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধক করেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলাইমান চৌধুরী। পরে প্রথম অধিবেশন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা ও প্রধান বক্তা হিসেবে রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী বক্তব্য রাখেন।

অধিবেশনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহুল আমিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ মমতাজ উদ্দিনসহ জেলা আওয়ামীলীগের অংজ্ঞ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে নব নির্বনিবাচিত নেতৃবন্দকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।