ডেস্ক রিপোর্টঃ-পার্বত্য চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো দ্রুত বাস্তবাায়নের মাধ্যমে পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেছেন চুক্তি বাস্তবায়ন কমিটি আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তিবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। যে ধারাগুলো অবাস্তিবায়িত আছে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা পাওয়া গেছে পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।
রবিবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চতুর্থ বৈঠকে চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
কমিটির আহ্বায়ক সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, খাগড়াছড়ির সাংসদ সদস্য ও শরনার্থী বিষয়ক টাস্কফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সুদক্ত চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পার্বত্য ভূমি সমস্যার সমাধান, সাধারণ প্রশাসন ও আইন-শৃঙ্খলা, শরণার্থী পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের কার্যক্রম, লিজকৃত জমির সঠিক ব্যবহার, ভূমি কমিশন আইনের অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত জমাকৃত আবেদনগুলো বিবেচনায় আনার বিষয়েও সভায় আলোচনা হয় বলে সুত্রে জানা গেছে।